দিনে রাতে চলছে টঙ্গী ব্রীজের সংস্কার কাজ
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের তুরাগ নদীর উপরে অতিহ্যবাহী টঙ্গী ব্রীজের পাটাতন ধসে বন্ধ হওয়া অংশের সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসনের কথা চিন্তা করে দিনরাত দ্রুত সংস্কারের কাজ চালাচ্ছে বিআরটি কর্তৃপক্ষ। সরজমিনে ঘুরে দেখা যায়, ব্রীজের ধসে পরা অংশ সংস্কারে দ্রুততার সাথে কাজ করছে একদল নির্মান শ্রমিক। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে তাদের এই কর্মযজ্ঞ। ইতিমধ্যে অর্ধেকের বেশি কাজের সম্পন্ন হয়েছে বলে জানান কর্মরত শ্রমিকরা। টঙ্গী বাজারের ব্যবসায়ীরা জানান, ঢাকা সহ আশেপাশের এলাকার অনেক মানুষ মুদিসহ নিত্য প্রয়োজনীয় মালামাল কিনে এই ব্রীজ দিয়ে চলাচল করে, কিন্তু ব্রীজটি বন্ধ হয়ে যাওয়ার আমাদের বেগ পোহাতে হচ্ছে। দ্রুত ব্রীজটি মেরামত করা না হলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হবে। বিআরটি প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম জানান, কুইক সেটিং সিমেন্ট দিয়ে আজকের মধ্যে ঢালাই কাজ সম্পন্ন হবে। দুইদিনের মধ্যে বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন আশা করছি রবিবার নাগাদ যান চলাচল শুরু হবে।